আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় নিহতদের ৫ জন বাংলাদেশি

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ার ঘটনায় নিহতদের মধ্যে পাঁচ বাংলাদেশি শ্রমিক রয়েছেন। এ ঘটনায় আরও চার বাংলাদেশি আহত হন বলে জানিয়েছেন কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মোহাম্মদ জহরুল হক।

তিনি বলেন, ‘দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এরা হলেন- রাজীব মুন্সি, সোহেল, মাহিন, আল আমিন, গোলাম মোস্তফা। এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চার বাংলাদেশি শ্রমিক চিকিৎসাধীন।’

তিনি আরও বলেন, ‘আহতদের দেখতে আমরা হাসপাতালে গিয়েছি। তারা হাতে, পায়ে, কোমরে ও মাথায় আঘাত পেয়েছেন। তাদের যথাযথ চিকিৎসার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। এছাড়া পুলিশ ও যে কোম্পানিতে তারা কাজ করতো তাদের সঙ্গেও কথা হয়েছে। হতাহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ দিতে ও নিহতদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফেরত পাঠাতে তাদের বলেছি।’

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেইট টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ১০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাড়ির চালকসহ ১০ জন নিহত হন। বাসটিতে মোট ৪৩ যাত্রী ছিল। যাত্রীদের সবাই এমএএস কার্গো কমপ্লেক্সের চুক্তিভিত্তিক শ্রমিক। নিলাই থেকে তাদের কর্মস্থল নেগরি সেমবিলানে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button