কালীগঞ্জে সহকর্মীদের আটকে রেখে ফাঁস দিয়ে দোকান কর্মীর আত্মহত্যা!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ বাজারে সহকর্মীদের ঘরে আটকে রেখে সিঁড়ির সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক দোকান কর্মী।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌণে ১০টার দিকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম অটল ভৌমিক (২১)। সে নেত্রকোনা জেলার মদন থানার কদমশ্রী এলাকার অনিল ভৌমিকের ছেলে।
অটল ভৌমিক কালীগঞ্জ বাজারের থাকা কালীবাড়ি সংলগ্ন রতন চন্দ্র সাহার মালিকানাধীন বাবুল এন্ড ব্রাদার্স নামে পাইকারি পণ্য (জেনারেল স্টোর) বিক্রির দোকানের কর্মচারী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কালীগঞ্জ বাজারের বাবুল এন্ড ব্রাদার্সের দোতলায় একটি রুমে অটল ভৌমিকসহ তার সহকর্মীরা থাকতো। প্রতিদিনের মতো তারা সবাই রাতে ঘুমিয়ে পড়ে। অটল ভৌমিক রাতের কোন এক সময় বাহির থেকে রুমের দরজা বন্ধ করে দেয়। পরে কার্টুন বাঁধতে ব্যবহৃত প্লাস্টিকের ফিতা দিয়ে বিল্ডিং এর উপরের দিকে উঠার সিঁড়ির সঙ্গে গলায় ফাঁস দেয়। সকালে তাকে ঝুলে থাকতে দেখে থানায় খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম (২) বলেন, খবর পেয়ে সকাল পৌনে দশটার দিকে ঝুলন্ত অবস্থা থেকে অটল ভৌমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
আরো জানতে……..
কালীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা!
কালীগঞ্জে মায়ের শাড়িতে আম গাছে ফাঁস দিয়ে ‘গেমসে আসক্ত’ ছেলের আত্মহত্যা!
কালীগঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সাবেক সেনা সদস্য!
কালীগঞ্জে স্বামী-সন্তানকে ঘুমে রেখে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা!