কালীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে জাঙ্গালিয়ার আজমতপুরে ফয়সাল মোড়ল (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল মোড়ল আজমপুর এলাকার মোসলেহ উদ্দিন মোড়লের ছেলে।
জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য ফারুক খান ও স্থানীয়রা বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ফয়সাল মোড়ল আজমপুরে তার নানার বাড়ির পশ্চিম ভিটার ঘরে প্রবেশ করে হঠাৎ ভেতর দিয়ে দরজা-জানালা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। বিষয়টি বুঝতে পেরে তার স্বজনরা ঘরের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তাকে উদ্ধার করে। এরপর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরে হাসপাতাল থেকে নিহতের স্বজনরা লাশ বাড়ি নিয়ে যায়।