কালীগঞ্জে প্রায় ৪০ লাখ টাকা মূল্যমানের হেরোইন উদ্ধার: গ্রেফতার ৪

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের নাগরী ইউনিয়নের মধ্য পানজোড়া থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যমানের হেরোইন উদ্ধার এবং চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সোয়া পাঁচটার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জাকির হোসেন।
গ্রেফতাররা হলো, মধ্য পানজোড়া এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে কামাল পাঠান মানজু (৩৮), মৃত আতাবুর সিকদারের ছেলে সজিব সিকদার (৩২), বাগদী এলাকার আঃ মান্নানের ছেলে মাসুম মিয়া (৩০) এবং তুমুলিয়া এলাকার মৃত ছফুর উদ্দিন শেখের ছেলে ইয়াজ উদ্দিন শেখ (৪২)।
মামলার এজাহারে সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার নাগরী ইউনিয়নের মধ্য পানজোড়া এলাকায় অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করে পুলিশ। সে সময় একজন পালিয়ে যায়। পরে গ্রেফতার চারজনের দেহ তল্লাশি করে সর্বমোট ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা। গ্রেফতার কামাল পাঠানের কাছ থেকে ২০০ গ্রাম, সজিব সিকদারের কাছ থেকে ১০০ গ্রাম, মামুন মিয়ার কাছ থেকে ৫০ গ্রাম এবং ইয়াজ উদ্দিন শেখের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতার চারজনসহ পলাতক আসামি পানজোড়া এলাকার মৃত হাসেম আলীর ছেলে আঃ সালাম (৪৫) বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে কালীগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করে। কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাকির হোসেনের নেতৃত্বে এএসআই জাকিরুল ইসলাম, এএসআই মুকুল তালুকদার, এএসআই রিয়াজুল ইসলাম, কনেস্টবল নজরুল ইসলাম এবং ইউনুস এ অভিযান পরিচালনা করেন। পরে গ্রেফতার চারজন ও পলাতক আসামির বিরুদ্ধে উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮ (গ)/ ৪১ ধারায় মামলা দায়ের করেন {মামলা নাম্বার ১১(৯)২১}।
মামলার বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, বিস্তারিত পরে জানানো হবে।
আরো জানতে….
কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ মদ তৈরীর উপকরণ ও চোলাই মদ উদ্ধার: গ্রেফতার ২
কালীগঞ্জে ডিবি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান, বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২
কালীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে খাটের নিচে মিলল বিদেশী বিয়ার, গ্রেপ্তার ১
কালীগঞ্জে মদ তৈরির কারখানায় অভিযান: ৩’শ লিটার চোলাই মদ উদ্ধার, নারী আটক