কালীগঞ্জে ডিবি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান, বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালীগঞ্জের বাঘেরপাড়া এলাকা থেকে ৫০৪ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন।
গ্রেফতারা হলো, নরসিংদী জেলার মাধবদী এলাকার মৃত আ: খালেকের ছেলে মোনতাজ উদ্দিন (৪৫) এবং কালীগঞ্জের বাঘেরপাড়া এলাকার আ: বাতেন ভূঁইয়ার ছেলে সেলিম শাহনেওয়াজ ভূঁইয়া পিয়াল। দু’জনেই পাইকারি মাদক বেচা-কেনা করে।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জিহাদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালীগঞ্জের বাঘেরপাড়া এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে। পরে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সে সময় মাদক ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাশি করে মোনতাজ উদ্দিনের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা জব্দ এবং শাহনেওয়াজ ভূঁইয়া পিয়ালের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেফতার দু’জনসহ চক্রের পলাতক আরো দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে {মামলা নাম্বার ৮(৯)২১}। গ্রেফতার মোনতাজ উদ্দিন ও পিয়াল গাজীপুর ও নরসিংদী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের অন্যতম সদস্য। পলাতক আসামিসহ মাদক ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের সকল সদস্যকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গাজীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন বলেন, গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।