গাজীপুরজেলা প্রশাসন

কালীগঞ্জের নতুন এসি-ল্যান্ড মোহাম্মদ জুবের আলম

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ জুবের আলম।

গত ০৩ এপ্রিল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান পত্র থেকে এ তথ্য জানা যায়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিকও এ তথ্য নিশ্চিত করেন।

(বিসিএস) ৩৪ তম ব্যাচের এই কর্মকর্তা ২০১৭ সালের ২২ জুন সহকারী কমিশনার হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করে সর্বশেষ গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখায় সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

গত ২৬ ফেব্রুয়ারি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের লক্ষে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। পরবর্তীতে ৭ মার্চ ভূমি মন্ত্রণালয়ে থেকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছিল।

গত ৭ মার্চ গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে অবমুক্ত হয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের লক্ষে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেছিলেন।

মোহাম্মদ জুবের আলমের (১৭৬৪৬) নিজ জেলা ঢাকা।

২০১৬ সালের ০১ জুন চাকরিতে যোগদানকৃত এই কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহম্মদ শাহীন ইমরান (মাঠ প্রশাসন-০১ শাখা) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০১৮ সালের ১১ অক্টোবর (প্রশাসন) ক্যাডারে চাকরি স্থায়ী হয়।

উল্লেখ্য: এর আগে গত ২৯ জানুয়ারি কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহাগ হোসেনকে (১৭২৬৫) উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পরবর্তী পদায়নের লক্ষে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা।

 

যোগদান পত্র

 আরো জানতে….

একযোগে কালীগঞ্জের ইউএনও এবং এসি-ল্যান্ডের বদলি!

সদর উপজেলার এসি-ল্যান্ডের বদলি

গাজীপুর সদরের নতুন এসি-ল্যান্ড রাবেয়া পারভেজ

কালিয়াকৈরের নতুন এসি-ল্যান্ড ইশতিয়াক আহমেদ

গাজীপুরের সাত সহকারী কমিশনারকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button