গাজীপুর

ধর্ষণ চেষ্টার অভিযোগে কালীগঞ্জে যুবলীগের নেতা গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ধর্ষণ চেষ্টার অভিযোগে কালীগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল রহমান আশরাফি খোকনকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বৃহস্পতিবার (২২ মার্চ) ভোরে তাকে কালীগঞ্জ থানা এলাকা থেকে পুলিশ।

পরে বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তার খোকনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তার রেজাউল রহমান আশরাফি খোকন স্থানীয় তুমুলিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। 

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ মামলার এজাহারের বরাত দিয়ে জানান, ভুক্তভোগী কালীগঞ্জ বাজার এলাকায় স্বামী সন্তান নিয়ে বসবাস করেন। দীর্ঘদিন ধরে ফোনের মাধ্যমে এবং অফিসে যাওয়ার আসার পথরোধ করে অভিযুক্ত রেজাউল ভুক্তভোগীকে বিভিন্ন কু-প্রস্তাব দিতো ও অশ্লীল কথাবর্তা বলে উত্যক্ত করত। তার ওই প্রস্তাবে রাজি না হওয়ায় ভুক্তভোগীকে স্ব-পরিবারে হত্যার পর লাশ গুম এবং অপহরণের হুমকি দিত। ২০১৬ সালে স্বামীর-সন্তানের অনুপস্থিতে ভুক্তভোগীর বাসায় ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে এবং বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করে। এ ঘটনা প্রকাশ না করতে মাথায় পিস্তল ঠেকিয়ে খুনের হুমকি দেয়। গত ২০ মার্চ যুবলীগ নেতা ভুক্তভোগীর ইমো একাউন্টে ধারণ করা ভিডিওটি ম্যাসেজের মাধ্যমে পাঠায় এবং তার সঙ্গে যোগাযোগ না করলে ওই ভিডিওটি ফেসবুকে তথা ইন্টারনেটে ছেড়ে দেবে বলে হুমকি দেয়।

পরে এঘটনায় স্থানীয় এক ব্যবসায়ির স্ত্রী ভুক্তভোগী বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও তথ্য প্রযুক্তি আইনে রেজাউল আশরাফি খোকনের বিরুদ্ধে বুধবার রাতে মামলা দায়ের করেন {মামলা নাম্বার ২২(৩)১৮}। পরে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার খোকনকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

অপরদিকে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল রহমান আশরাফি খোকনকে গ্রেপ্তারের পেছনে ষড়যন্ত্র থাকতে পারে যুবলীগের একাধিক নেতা জানান।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, দুপুরে গ্রেপ্তার খোকনের আনাইজীবীরা জামিন চেয়ে সিনিয়র জুডিশিয়াল আদালতে আবেদন করলে আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button