সারাদেশ

রাজধানীতে র‍্যাবের সঙ্গে গুলিবিনিময়, নিহত ২

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা এলাকায় র‌্যাবের চেকপোস্টে র‍্যাবের সঙ্গে গুলিবিনিময়ে নাইম (৩৫) ও জামাল (৩৮) নামে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২ এর অধিনায়ক মহিউদ্দিন ফারুকী।

এদিকে, র‍্যাব-২ সূত্রে জানা যায়, সাতরাস্তা এলাকায় ডাকাতি শেষে একদল ডাকাত পালিয়ে যাচ্ছিল। টের পেয়ে র‌্যাবের চেকপোস্টে তাদের থামতে বললে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে নাইম ও জামাল নামে দুই ডাকাত সদস্য গুলিবিদ্ধ হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ডাকাতি করে আনা গাড়ি ও বিদেশি পিস্তল জব্দ করা হয় বলেও জানান তিনি।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button