আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে তাজিকিস্তানে চলে গেলেন আশরাফ গনি

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি পদত্যাগ করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছে যে, তিনি এরইমধ্যে দেশ ছেড়ে চলে গেছেন।

কোনো কোনো গণমাধ্যম বলছে, প্রেসিডেন্ট গনি আফগানিস্তান থেকে তাজিকিস্তানে চলে গেছেন। তবে এ বিষয়ে আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা কেউ মুখ খুলছেন না। এদিকে, তালেবান গোষ্ঠী কাবুলে ঢুকে পড়েছে বলেও খবর বের হয়েছে।

এর আগে আজই রাজধানী কাবুল অবরুদ্ধ করে তালেবান। এই গোষ্ঠীর সদস্যরা কাবুলের প্রবেশদ্বারগুলোতে অপেক্ষা করছে। তালেবান মুখপাত্র সোহাইল শাহিন জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশায় তারা অপেক্ষা করছেন, জোর করে তারা কাবুল দখল করতে চান না। তালেবান আরো দাবি করেছে, লুটপাট ঠেকাতে তারা কাবুলের নিয়ন্ত্রণ নিতে চায়।

তালেবানের আগমনে ভীত-সন্ত্রস্ত লোকজনের অনেকেই শহর ছেড়ে পালাচ্ছেন। অনেকে ঘরবাড়ি ছেড়ে পার্কে কিংবা খোলা জায়গায় অবস্থান নিয়েছেন; তারা ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন। তালেবানের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের আগ্রাসনের সময় বহু আফগান নাগরিক বিদেশি সেনাদের সহযোগিতা করেছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button