রাশিফল

ব্যাংকে টাকা সঞ্চয় হবে সিংহের, কর্মব্যস্ততা বাড়বে কুম্ভর

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : স্ত্রীর আয় বাড়বে। ছোট ভাইবোনের স্নায়ু রোগ দেখা দেবে। আত্মীয়দের সঙ্গে আইনি জটিলতা দূর হবে।

বৃষ : আয় বাড়বে। ব্যবসায় গতি পাবে। স্ত্রীর বিদেশ গমন কার্যকর হবে।

মিথুন : স্নায়ু রোগে কষ্ট দেবে। ঠান্ডাও জাঁকিয়ে বসবে। কর্মস্থলে মেধা ব্যয় করুন।

কর্কট : ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে হবে। সন্তানের বিদেশ গমনের বাধা দূর হবে। ব্যয় বাড়বে।

সিংহ : ব্যাংকে টাকা সঞ্চয় হবে। সন্তানের ঠান্ডা ও স্নায়ু রোগ বেড়ে যাবে। ব্যাংকের হিসাবের গোলযোগ দূর হবে।

কন্যা : কর্মক্ষেত্রে কর্ম ব্যস্ততা বাড়বে। সুতা/কাপড়ের ব্যবসায় লাভ হবে। স্বল্প ভ্রমণ লাভজনক হবে।

তুলা : পিতার স্নায়ু রোগ বাড়বে। আয় বাড়বে। কিন্তু আশা শেষ পর্যন্ত পূরণ হবে না।

বৃশ্চিক : স্ত্রীর আয় বাড়বে। সংসারের অনেক ঝামেলা কমে যাবে। দ্রুত বিদেশ যাত্রা হবে।

ধনু : বিদেশ গমনে ব্যয় বাড়বে। স্ত্রীর স্নায়ুদুর্বলতা বেড়ে যাবে। শত্রুরা দুর্বল থাকবে।

মকর : স্নায়ু রোগে কষ্ট বাড়বে। পাওনা অর্থ আদায় হবে না। ব্যাংকে সঞ্চয় বাড়বে।

কুম্ভ : সন্তান অসুস্থ হয়ে পড়বে। বৈদেশিক বাণিজ্য বাড়বে। কর্মব্যস্ততা বাড়বে।

মীন : মায়ের স্নায়ু দুর্বলতা ও পঙ্গুতা যোগ আছে। পিতার দূরদেশ ভ্রমণ কার্যকর হবে। বন্ধুরা কাজে সহযোগিতা করতে পারবে

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button