গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসকদের দপ্তরে রদবদল
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসকদের (এডিসি) দপ্তরে রদবদল আনা হয়েছে।
বুধবার (০৩ এপ্রিল) গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়েছে।
আদেশে গাজীপুরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মোহাম্মদ মশিউর রহমানকে (১৫৯৬৮)দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে (রাজস্ব ও এলএ) শাখার।
সদ্য যোগদানকৃত অতিরিক্ত জেলা প্রশাসক মো: শাহীনুর ইসলামকে (১৬০৭৭) গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট করা হয়েছে।
এবং মো : শফিউল্লাহকে (১৬১১৯) অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও (শিক্ষা ও আইসিটি) শাখার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু নাসার উদ্দিনকে (১৬৩১১) দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে (সার্বিক) শাখায়।
আদেশে বলা হয়েছে প্রশাসনিক কাজের সুবিধার্থে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কর্মরত অতিরিক্ত জেলা প্রশাসকদের দায়িত্ব পুনঃবন্টন করা হয়েছে।
আরো জানতে……
উপসচিব হিসেবে নিয়োগ পেলেন সঞ্জীব কুমার দেবনাথ
অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে শাহীনুর ইসলাম
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসকদের দপ্তরে রদবদল
গাজীপুরের দুই অতিরিক্ত জেলা প্রশাসকের বদলি