খেলাধুলা

বার্সেলোনার সাথে ২১ বছরের সম্পর্কের ইতি টানছেন মেসি

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : বার্সেলোনা জানিয়েছে ‘অর্থনৈতিক এবং কাঠামোগত বাধার কারণে’ লিওনেল মেসি ক্লাবে থাকছেন না।

পহেলা জুলাই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই ৩৪ বছর বয়সী মেসি এখন ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন।

জুলাইয়ের মাঝামাঝি সময়ে কম বেতনে ক্লাবের সাথে নতুন চুক্তির জন্য রাজি হন মেসি। কিন্তু তার বেতনের অর্থ জোগাড় করতে বার্সেলোনাকে আরো কয়েকজন খেলোয়াড়কে বিক্রি করতে হত, কাজেই চুক্তিটি নির্ভর করছিল সেই সিদ্ধান্তের ওপর।

ক্লাব জানিয়েছে, “দুই পক্ষই তীব্র অনুশোচনার মধ্যে রয়েছে কারণ খেলোয়াড় ও ক্লাব কারও ইচ্ছারই প্রতিফলন হয়নি।”

বার্সেলোনা জানিয়েছে, বৃহস্পতিবার নতুন চুক্তি করে মেসি ক্লাবের সাথে তার ২১ বছরের সম্পর্ক বাড়াতে চেয়েছিল, কিন্তু স্প্যানিশ লিগ ‘লা লিগা’র আরোপিত নিয়মের জন্য তা পারেনি।

২০২৬ পর্যন্ত বার্সেলোনার সাথে চুক্তি করার জন্য সমঝোতায় পৌঁছেছিলেন মেসি – কিন্তু লা লিগা কর্তৃপক্ষ জানায় মেসি বা যে কোনো নতুন খেলোয়াড় দলে নিতে গেলে ক্লাবের তাদের বেতন কমাতে হবে।

ক্লাব জানিয়েছে, “এফসি বার্সেলোনা এবং লিওনেল মেসির পরিষ্কার ইচ্ছা থাকার পর এবং দুই পক্ষ সমঝোতায় পৌঁছানোর পরও নতুন চুক্তি করা সম্ভব হয়নি অর্থনৈতিক এবং কাঠামোগত বাধার কারণে।”

“ক্লাবের প্রতি অবদানের জন্য এফসি বার্সেলোনা আন্তরিকভাবে মেসির প্রতি কৃতজ্ঞ এবং ভবিষ্যতে তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের জন্য শুভকামনা জানাচ্ছে।”

মেসি বার্সেলোনার ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার। ক্লাবের হয়ে ৬৭২ গোল করা এই আর্জেন্টাইন ১০টি লিগ শিরোপা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ, সাতটি কোপা ডেল রে জিতেছেন।

দলীয় শিরোপার পাশাপাশি জিতেছেন রেকর্ড ৬টি ব্যালন ডি’অর খেতাবও।

এই মৌসুমে বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তের প্রধান লক্ষ্যই ছিল মেসিকে ন্যু ক্যাম্পে রাখা।

তবে ক্লাবের অর্থনৈতিক জটিলতার কারণে বিশ্বের সর্বকালের সেরাদের একজন হিসেবে বিবেচিত হওয়া মেসির বার্সায় ভবিষ্যত ছিল অনিশ্চিত।

এ বছরের শুরুতে ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচনও এমন পরিস্থিতি হয় যখন বার্সেলোনা দেউলিয়া হওয়ার পথে।

কোন ক্লাবে যাবেন মেসি – তা নিয়ে জল্পনা

বার্সার সাথে চুক্তি নবায়ন না হওয়ায় আর্জেন্টাইন অধিনায়ক মেসি এখন কোন ক্লাবে যাবেন – তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

ফ্রান্সের ক্লাব পারি সাঁ জার্মেই ও ম্যানচেস্টার সিটির সাথে অনেকদিন ধরেই মেসির আলোচনা চলছিল।

এর আগে আমেরিকার মেজর লিগ সকারে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন মেসি। কাজেই ঐ লিগের কোনো ক্লাবেও তার যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গত বছর বার্সেলোনা প্রধানকে একটি ফ্যাক্স বার্তা পাঠিয়ে মেসি অনুরোধ করেছিল যেন তার চুক্তিতে ধারা সংযুক্ত করা হয় যেই ধারা মোতাবেক তিনি ঐ মৌসুমের শেষে ফ্রি এজেন্ট হিসেবে বিবেচিত হন।

ঐ ফ্যাক্স বার্তা পাঠানোর কয়েকদিন পরই মেসি এমন বার্তা পাঠানোর ব্যাখ্যা দেন।

তিনি বলেছিলেন, যে কোনো দলের জন্য বার্সা থেকে তার ‘রিলিজ ক্লজ’ বা মুক্তির শর্ত পূরণ করা প্রায় ‘অসম্ভব।’ ঐ শর্ত অনুযায়ী, বার্সেলোনা থেকে মেসিকে কিনতে হলে কোনো ক্লাবকে ৭০০ মিলিয়ন বা ৭০ কোটি ইউরো দিতে হত বার্সেলোনাকে।

একটি অধ্যায়ের সমাপ্তি

২০০০ সালে আর্জেন্টিনার নিউয়েলস ওল্ড বয়েজ থেকে ১৩ বছর বয়সে বার্সার বিখ্যাত ‘লা মাসিয়া’ অ্যাকাডেমিতে যোগ দেন মেসি। সিনিয়র দলের হয়ে তার অভিষেক হয় ১৬ বছর বয়সে, ২০০৪ সালে।

ক্লাবের হয়ে ৭৭৮টি ম্যাচ খেলে ৬৭২টি গোল করেছেন মেসি। এর মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে ১২০টি গোল (ক্রিশ্চিয়ানো রোনালদোর পর টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ) এবং লা লিগায় রেকর্ড ৪৭৪টি গোল।

মহাদেশের সর্বোচ্চ গোলস্কোরার হিসেবে ছয়বার ইউরোপিয়ান গোল্ডেন শু খেতাব জিতেছেন তিনি।

লিওনেল মেসির ট্রান্সফার টাইমলাইন

২৫শে অগাস্ট ২০২০ – ক্লাবে একটি ফ্যাক্স বার্তা পাঠান মেসি, যেখান তার চুক্তিতে এমন একটি শর্ত যোগ করার অনুরোধ করেন তিনি যা অনুযায়ী ফ্রি এজেন্ট হিসেবে বিবেচিত হবেন তিনি।

৪ই সেপ্টেম্বর ২০২০ – মেসি মন্তব্য করেন যে তিনি বার্সেলোনাতেই থাকছেন, কারণ ক্রাব থেকে তার মুক্তির শর্ত অনুযায়ী ৭০ কোটি ইউরো দেয়া যে কোনো ক্লাবের জন্য ‘অসম্ভব।’

২৭শে অক্টোবর ২০২০ – বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমিউ পদত্যাগ করেন।

২৮শে ডিসেম্বর ২০২০ – মেসি মন্তব্য করেন যে তিনি একদিন যুক্তরাষ্ট্রে খেলতে চান, কিন্তু বার্সেলোনায় তার চুক্তি কবে শেষ হবে তা নিয়ে সন্দেহও প্রকাশ করেন।

৩১শে জানুয়ারি, ২০২১ – স্প্যানিশ পত্রিকা ‘এল মুন্ডো’র বিরুদ্ধে ‘যথাযথ আইনি পদক্ষেপ’ নেয়ার হুমকি দেয় বার্সেলোনা। পত্রিকাটি মেসির আগের চার বছরের চুক্তির বিস্তারিত প্রকাশ করার পর এই হুমকি দেয় বার্সেলোনা।

১৬ই মে ২০২১ – সেল্টা ভিগোর বিপক্ষে মৌসুমের শেষ হোম ম্যাচের পর বার্সেলোনার ম্যানেজার রোনাল্ড কোম্যান ইঙ্গিত করেন যে সে ম্যাচে মেসি না খেললেই ভালো হত। ঐ ম্যাচে হারার পর বার্সেলোনার শিরোপার আশা শেষ হয়ে যায়।

২২শে মে ২০২১ – বার্সেলোনার সাথে মেসির চুক্তির পরিস্থিতি পারি সাঁ জার্মেই ‘পর্যবেক্ষণ’ করছে বলে খবর প্রকাশিত হয়।

২৮শে মে ২০২১ – বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তে মন্তব্য করেন যে লিওনেল মেসির সাথে নতুন চুক্তি ‘এখনও চূড়ান্ত হয়নি’, তবে ‘আলোচনা ইতিবাচক’ হচ্ছে।

পহেলা জুলাই ২০২১ – মেসি’র বার্সেলোনা চুক্তির মেয়াদ শেষ হয় এবং তিনি ফ্রি এজেন্ট হিসেবে গণ্য হন।

১৫ই জুলাই ২০২১ – আগের চেয়ে কম বেতন নেয়ার শর্তে ২০২৬ পর্যন্ত বার্সেলোনার সাথে থাকার সিদ্ধান্ত নেন মেসি।

৫ই অগাস্ট ২০২১ – ‘অর্থনৈতিক ও কাঠামোগত বাধা’র কারণে লিওনেল মেসি ক্রাব ছাড়ছেন বলে ঘোষণা দেয় বার্সেলোনা।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button