আলোচিতজাতীয়সারাদেশ

১১ আগস্ট থেকে চলবে ট্রেন, টিকিট অনলাইনে: রেলমন্ত্রী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ১০ আগস্ট শেষ হচ্ছে কঠোর বিধিনিষেধ। পরদিন ১১ আগস্ট থেকে চলাচল করবে ৫৭ জোড়া ট্রেন। এরমধ্যে ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল-কমিউটার।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে এবারও ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে, যার পুরোটাই দেওয়া হবে অনলাইনে। বন্ধ থাকবে কাউন্টার।

মন্ত্রী আরও জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে যে কয়টা ট্রেন চলেছে, ওইগুলো দিয়েই ১১ আগস্ট থেকে রেল চলাচল শুরু হবে। নিয়ম কানুনও থাকবে একই।

এর আগে মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, করোনা মহামারির মধ্যে চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। আগামী ১১ আগস্ট থেকে সারাদেশের দোকানপাট খুলে দেওয়া হবে। সীমিত পরিসরে রোটেশন করে যানবাহন চলবে, খুলবে অফিস।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button