গাজীপুরে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৭৩ দশমিক ২৮ শতাংশ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে নমুনা পরীক্ষার শতকরা ৭৩ দশমিক ২৮ শতাংশ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে, ”গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ১৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছে ৯৬ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৭ জনের। এই ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার শতকরা ৭৩ দশমিক ২৮ শতাংশ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।”
”এ পর্যন্ত গাজীপুরের মোট ১ লাখ ৬ হাজার ৭৪৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৯ হাজার ১৮৬ জন। তাঁদের মধ্যে মারা গেছেন মোট ৩৫১ জন। মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮৪২ জন।”
আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ৩৫ জন, কালিয়াকৈরে ১৯ জন, কাপাসিয়ায় ১৫ জন, শ্রীপুরে ১৪ জন এবং কালীগঞ্জে ১৩ জন।”
”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ১১ হাজার ৭৪২ জন। এছাড়াও শ্রীপুরে ২৪৬৯ জন, কালিয়াকৈরে ১৯৫৫ জন, কাপাসিয়ায় ১৬১৭ জন এবং কালীগঞ্জে ১৪০৩ জন।”