বিনোদন

১০০ উপজেলায় সিনেপ্লেক্স নির্মাণ করবে সরকার

গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা ও প্রসারের লক্ষ্যে দেশের সকল উপজেলায় মাল্টিপারপাস কালচারাল কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। এর আওতায় প্রথম পর্যায়ে শিগগিরই দেশের ১০০টি উপজেলায় এটি বাস্তবায়ন হবে।

বুধবার (৩ এপ্রিল) বিকালে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এ আয়োজিত এক সেমিনারে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এমনটিই জানান।

‘জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৯’ উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং উত্তরণের উপায়’ শীর্ষক উক্ত সেমিনারে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দেশের প্রতিটি উপজেলায় নির্মিতব্য এই মাল্টিপারপাস কালচারাল কমপ্লেক্সে থাকবে ৪০০ থেকে ৫০০ আসনের একটি মিলনায়তন, একটি মুক্তমঞ্চ ও একটি আধুনিক সিনেপ্লেক্স।’

প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এর মাধ্যমে দেশে সিনেমা প্রদর্শনের জন্য আধুনিক মানের সিনেমা হলের সংকট অনেকাংশে দূরীভূত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শিল্পমন্ত্রী বলেন, ‘২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রকে শিল্প হিসাবে ঘোষণা করার পর থেকে প্রতি বছর ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস পালিত হচ্ছে। নতুন এসএমই নীতিমালা অনুযায়ী, সর্বোচ্চ ৫০ কোটি টাকা ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা এ সুযোগ নিতে পারেন।’

তিনি আরও বলেন, ‘সিনেমা হলসমূহ আধুনিকীকরণ ও সিনেমায় অর্থ লগ্নিসহ চলচ্চিত্র শিল্পে বিদ্যমান সমস্যা নিরসনে চলচ্চিত্র সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতায় তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে একটি প্রকল্প প্রস্তুত করতে পারে। সেক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।’

জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) লক্ষণ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্মাতা মতিন রহমান। আলোচনা করেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র প্রদর্শক মিয়া আলাউদ্দিন এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button