রাশিফল

মিথুনের প্রেমে উদ্বেগ, কুম্ভের দাম্পত্যে অশান্তি

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা। কর্মে পরিশ্রমে ধীরে হলেও সুফল পাবেন। প্রেম নিয়ে মানসিক অস্থিরতা।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

উচ্চ শিক্ষার জন্য যোগাযোগ আসবে। দাম্পত্য জীবন সুখকর হলেও জাতক জাতিকাদের প্রেমে সমস্যা থাকবে। থাইরয়েডের সমস্যায় ভোগান্তি।

মিথুন: (২২মে – ২১ জুন)

প্রেম নিয়ে উদ্বেগ। ব্যয় বেশি নিয়ে বাসায় কলহ। কর্মে অপরাধ বোধ তৈরি হতে পারে। চোখের সমস্যায় ভোগান্তি।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে প্রেমে বিপত্তির সম্ভাবনা। স্নায়ুবিক কারণে কষ্ট পেতে পারেন। কর্মে শুভ।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)

অসৎ সঙ্গে অর্থ নাশ। অশান্তির উদয় হবে। কাজের অগ্রগতি থেমে যেতে পারে। প্রেমে বিবাদ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

ব্যবসায় উন্নতির যোগ। ব্যবসায় মনোনয়ন ও শান্তি লাভ। প্রেম ঝামেলায় মানসিক অবসাদ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

অসৎ চিন্তায় মানসিক চাপ বাড়তে পারে। ভাল কাজে উপহাস জুটতে পারে। প্রেমে সমস্যা। আর্থিক যোগ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

অতি পরিশ্রমে শরীরে ক্লান্তি বৃদ্ধি। ব্যবসায় আর্থিক আয়। চাকুরীর স্থানে জটিলতা। একাধিক পথে আয় বৃদ্ধি।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

বুদ্ধির ভুলের জন্য কাজ হাতছাড়া। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। প্রেমে ব্যবহারে কষ্ট পেতে পারেন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

কর্মক্ষেত্রে বাড়তি পরিশ্রম। প্রেমে জটিলতা। ভ্রমণে বাধা। মূল্যবান দ্রব্য প্রাপ্তি হতে পারে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায় চাপ বৃদ্ধি। পরিশ্রম বৃদ্ধি। দাম্পত্যে অশান্তি। কর্মে শুভ।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

ব্যবসার কারনে বিদেশ যাত্রা। একাধিক কাজের জন্য আলোচনা হতে পারে। প্রেমে সমস্যা। কর্মে উন্নতি।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button