বৃষের দাম্পত্যে অশান্তি, কন্যার প্রেম শুভ
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মচারীর ছলনায় ব্যবসার ক্ষতি। পুরোনো পাওনা আদায়। অতিরিক্ত কৃপণতায় সংসারে কলহ বাধতে পারে। প্রেম শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
সাহিত্যকলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মান প্রাপ্তিযোগ। কর্মস্থানে দিনটা অশুভর প্রভাব থাকবে। দাম্পত্যে অশান্তি। প্রেমযোগে মনকষ্ট।
মিথুন (২২ মে-২১ জুন)
কর্মক্ষেত্রে নিজের বুদ্ধির ভুলে ক্ষতি। মুরুব্বির সঙ্গে দুর্ব্যবহারে মানসিক অশান্তি। আইন সংক্রান্ত ঝামেলা থেকে মুক্তি। প্রেম বিবাদহীন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
কর্মক্ষেত্রে বিবাদের আশঙ্কা। উপহার প্রাপ্তি। ব্যবসায়ে সুযোগ হারাতে পারেন। প্রেম শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
কর্মস্থানে নতুন দায়িত্ব বৃদ্ধি। শরীরে আঘাত। প্রেম নিয়ে ব্যাকুলতা বৃদ্ধি। পারিবারিক ভ্রমণযোগ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
আয় অনুযায়ী ব্যয় বেশি। দরকারে শত্রুর সঙ্গে আপোষ করতে পারেন। সংসারে শান্তি বজায় থাকবে। প্রেম শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
সংসারে বিবাদ। মেজাজ নিয়ন্ত্রহীন। আশাভঙ্গ। সঙ্গীত চর্চায় অগ্রগতি। প্রেমে বিবাদ বৃদ্ধি।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কর্মে নিরাশ গ্রাস করতে পারে। সামাজিক সম্মান বাড়তে পারে। প্রেমে প্রাপ্তি। পেটের সমস্যায় ভোগান্তি।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
মজার মনোভাবে অশান্তি ডেকে আনবে। ব্যবসার ব্যাপারে চিন্তা ও চাপ বাড়বে। কর্মে তর্ক। প্রেমযোগ মিশ্র।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
কর্মচারীদের সঙ্গে বিবাদ। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। খেলাধুলায় সফলতা। পারিবারিক অশান্তি।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মুরুব্বির পরামর্শে ব্যবসায় আর্থিক লাভ। পারিবারিক বিষয়ে অন্যমনস্কতা বজায় থাকবে। নিজের পাওনা আদায় করতে সক্ষম।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
নতুন উপার্জনের ভাবনা চিন্তা। শত্রুর কূট চালকে ভেস্তে দিতে সক্ষম। প্রেমের জন্য সময়টা উপযুক্ত। শরীরের কোনো অংশে আঘাত।