গাজীপুরজেলা পুলিশ

কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মূত্য

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ উপজেলার মুক্তারপুরের একুতা এলাকায় গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মোতালেব মিয়া (৫২) নামে এক পুলিশ কনস্টেবলের মূত্য হয়েছে।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল চালক এবং মোটরসাইকেলে আরোহী এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত কনস্টেবল মোতালেব মিয়া কালীগঞ্জ থানায় কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলার একঢালা গ্রামের মৃত ইনসান আলীর ছেলে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার মুক্তারপুর ইউনিয়নের একুতা এলাকায় গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের চরসিন্দুর ব্রীজের পশ্চিম পাশে কালীগঞ্জ থানা এলাকায় উপ-পরিদর্শক (এসআই) রোকন উদ্দিনের সঙ্গে ডিউটিরত ছিলেন কনস্টেবল মোতালেব মিয়া। ওই সময় নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুরের দিক থেকে আসা দ্রুত গতিরএকটি মোটরসাইকেল কনস্টেবল মোতালেবকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাজীব চক্রবর্তী আরো জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলচালক নরসিংদীর সদর উপজেলার সংগীতা এলাকার মাহবুবুর রহমানের ছেলে তৌফিক এলাহী সিয়াম (১৮) ও মোটরসাইকেল আরোহী একই উপজেলার বাহ্মনদী এলাকার মনিরুল ইসলামের ছেলে হাসিবুল ইসলামকে (১৮) আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button