গাজীপুর

ইউপি নির্বাচন: কালীগঞ্জে চেয়ারম্যান পদে তিনটিতে নৌকার জয়, একটি স্বতন্ত্র জয়ী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র প্রাথী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সোমবার (২১ জুন) রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফারিজা নূর ও মোহাম্মদ ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া, বক্তারপুর, জাঙ্গালিয়া, বাহাদুরসাদী, জামালপুর এবং মোক্তারপুর ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই ছয় ইউনিয়নের মধ্যে তুমুলিয়া এবং মোক্তারপুরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ভোট গণনার পর রাতে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।

বক্তারপুর

চেয়ারম্যান পদে বক্তারপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুঃ আতিকুর রহমান আকন্দ ফারুক (নৌকা) ১৩ হাজার ১২১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজী মাহবুব হাসান (ঘোড়া) পেয়েছেন ৪ হাজার ৮৫৮ ভোট।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার শেখ (হাত পাখা) পেয়েছেন ৯৩৭ ভোট এবং জাকের পার্টি মনোনীত প্রার্থী মো.মুরাদ হোসেন (গোলাপ ফুল) পেয়েছেন ১৭৬ ভোট।

মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৫৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৯ হাজার ৯২ জন। বাতিল হয়েছে ৪৮৭ ভোট।

বাহাদুরসাদী

চেয়ারম্যান পদে বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমেদ (নৌকা) ১২ হাজার ৪৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টি মনোনীত প্রার্থী মো.আনোয়ার (গোলাপ ফুল) পেয়েছেন ৮৮৩ ভোট।

মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৬৩৪। এর মধ্যে ভোট দিয়েছেন ১৩ হাজার ৩২৩ জন। বাতিল হয়েছে ৪০২ ভোট।

জাঙ্গালিয়া

চেয়ারম্যান পদে জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন (নৌকা) ৭ হাজার ৯৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল জলিল (মোটর সাইকেল) পেয়েছেন ৬ হাজার ২৩৪ ভোট।

এছাড়াও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো.নেছার উদ্দিন (আনারস) পেয়েছেন ১ হাজার ৬৫৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আমানুল্লাহ দর্জি (হাত পাখা) পেয়েছেন ৩১৩ ভোট এবং জাকের পার্টি মনোনীত মোহাম্মদ আব্দুল্লাহ আল মাদানী খান (গোলাপ ফুল) পেয়েছেন ১১০ ভোট।

মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৮৭২। এর মধ্যে ভোট দিয়েছেন ১৬ হাজার ২৯৪ জন। বাতিল হয়েছে ৩৬১ ভোট।

জামালপুর

চেয়ারম্যান পদে জামালপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী মো.খাইরুল আলম (মোটর সাইকেল) ৮ হাজার ৬২১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো.মাহবুবুর রহমান খাঁন ফারুক (নৌকা) পেয়েছেন ৬ হাজার ৪৯৬ ভোট।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ দেওয়ান (চশমা) পেয়েছেন ১ হাজার ৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নাজমুল আহমেদ মস্তফা (হাত পাখা) পেয়েছেন ৫৬২ ভোট এবং জাকের পার্টি মনোনীত প্রার্থী মো.সাহাব উদ্দিন মোড়ল (গোলাপ ফুল) পেয়েছেন ৭৮ ভোট।

মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৭৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৬ হাজার ৭৬২ জন। বাতিল হয়েছে ৫০১ ভোট।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত: চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় তুমুলিয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু বকর মিঞা বাক্কু এবং মোক্তারপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমগীর হোসেন চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

এ সংক্রান্ত আরো জানতে…..

কালীগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর অফিস থেকে অস্ত্র উদ্ধার: আ. লীগ নেতার বিরুদ্ধে পুলিশের মামলা

কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা বরুণ আটক: অস্ত্র উদ্ধার

কালীগঞ্জে যুবলীগের সভাপতিকে অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা, ছবি ভাইরাল

ইউপি নির্বাচন: কেন্দ্রে ব্যালট যাবে ভোরে, ১১ ম্যাজিস্ট্রেট এবং ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ইউপি নির্বাচন: ৭৪ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৯টি এবং অধিক ঝুঁকিপূর্ণ ১৭ কেন্দ্র

ইউপি নির্বাচন: প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে

ইউপি নির্বাচন: মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ

কালীগঞ্জের জাঙ্গালিয়ায় চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিলকে দল থেকে বহিস্কৃার

ইউপি নির্বাচন: স্বতন্ত্র প্রার্থী জলিলকে প্রাণনাশের হুমকি, পোস্টার ছিঁড়ে পুকুরের পানিতে!

কালীগঞ্জে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগের দুই প্রার্থী

কালীগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য নির্বাচিত আওয়ামী লীগ নেতা মোমেন

ইউপি নির্বাচন: কালীগঞ্জে চেয়ারম্যান পদে ২০ প্রার্থীসহ ২৮৮ জনের মনোনয়ন বৈধ

কালীগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান ৫ চেয়ারম্যান এবং নতুন ১ প্রার্থী

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার নয়: ২টার আগে ও ৮টার পরে মাইক বাজানো যাবে না

ইউপি নির্বাচন: কালীগঞ্জের ছয় ইউনিয়নে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ১২ জন

ইউপি ভোট: নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাহার পক্ষ অনুদান-ত্রাণ বিতরণ নয়

‘মাইম্যান প্রার্থী করতে জনপ্রিয়দের বাদ’, দলীয় ফরম বিক্রি উন্মুক্ত করল আওয়ামী লীগ

কালীগঞ্জের ৬ ইউনিয়নে ভোট ১১ এপ্রিল: সীমানা সংক্রান্ত জটিলতায় নাগরী!

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button