রাশিফল

ভ্রমণে ব্যয় বাড়বে বৃশ্চিকের, কর্মক্ষেত্রে সম্মান বাড়বে মকরের

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : ঠান্ডায় স্ত্রীর স্নায়ু দুর্বলতা দেখা দেবে। কাজের জন্য মধ্যম ভ্রমণ যোগ আছে। কর্মক্ষেত্রে সামান্য ক্ষমতা ও সম্মান বৃদ্ধি পাবে।

বৃষ : ঠান্ডাজনিত রোগসহ হৃদ ও স্নায়ুরোগ বৃদ্ধি পাবে। পাওনা টাকা আংশিক উদ্ধার হবে। রক্তচাপ বাড়তে পাবে।

মিথুন : সন্তান অলসতা ও ঠান্ডা রোগে ভুগতে পারে। নগদ উদ্ধারে বাধা আসবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

কর্কট : স্ত্রীর হৃদরোগ তথা উচ্চ রক্তচাপ বাড়বে। মায়ের ঠান্ডাজনিত ও স্নায়ুরোগ বাড়বে। আয় থেকে ব্যয় বাড়বে।

সিংহ : স্বল্প ভ্রমণে আংশিক অর্থ লাভ হবে। ছোট ভাইবোনের রোগ ভয় থাকবে। স্নায়ু ও রক্তচাপের ওষুধ নিন।

কন্যা : আয় সামান্য বাড়বে। সমাজে সম্মান বাড়বে। সন্তানের হৃদরোগের ভয় আছে।

তুলা : স্নায়ু দুর্বলতা দেখা দেবে। ঠান্ডায় কষ্ট বাড়বে। মায়ের রক্তচাপ ও সড়বায়ুরোগ বাড়তে পারে।

বৃশ্চিক : আত্মীয়র জন্য আর্থিক ক্ষতি হবে। ভ্রমণে ব্যয় বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে।

ধনু : সংসারে সম্মান ও অর্থ বৃদ্ধি হবে। ব্যাংকে সামান্য অর্থ সঞ্চয় হবে। গায়ের ব্যথা বাড়বে।

মকর : হৃদ, স্নায়ু ও রক্তচাপ বৃদ্ধিজনিত রোগ বাড়বে। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। ভ্রমণ লাভজনক হবে।

কুম্ভ : বিদেশ ভ্রমণের জন্য নতুন করে ব্যাংকের কিছু কাগজপত্রের প্রয়োজন হবে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না। মেজাজ ঠান্ডা রাখুন।

মীন : স্ত্রীর নগদ প্রাপ্তি যোগ আছে। ব্যাংকের টাকা এখনই তোলা যাবে না। মানসিক দুর্বলতা থেকেই যাবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button