গাজীপুর

২৪ ঘণ্টায় গাজীপুরে ২৭৪ জনের নমুনা পরীক্ষায় ১১৫ জন শনাক্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ২৭৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ১১৫ জনের। এতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১১ হাজার ৮২৩ জন।

বৃহস্পতিবার (১৭ জুন) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ২৭৪ জনের। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরো ১১৫ জনের। এ পর্যন্ত গাজীপুরে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৬ হাজার ৫৬১ জনের। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে আরো ৮২৩ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ২২৬ জন। মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৬৫ জন।

আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ৯৭ জন, শ্রীপুরে ১০ জন, কালিয়াকৈরে ৩ জন, কাপাসিয়ায় ৩ জন এবং কালীগঞ্জে ২ জন।”

”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৭ হাজার ৭৭৩ জন। এছাড়াও শ্রীপুরে ১ হাজার ২৫৮ জন, কালিয়াকৈরে ১ হাজার ২০০ জন, কালীগঞ্জে ৮৫৬ জন এবং কাপাসিয়ায় ৭৩৬ জন।”

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button