গত ২৪ ঘণ্টায় গাজীপুরের আরও ৫৯ জন শনাক্ত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় গাজীপুরের আরও ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১১ হাজার ৭০৮ জন।
বুধবার (১৬ জুন) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ৩৭৫ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৬.৩৫ শতাংশ।
সিভিল সার্জন অফিস জানায়, এ পর্যন্ত গাজীপুরে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৬ হাজার ২৮৭ জনের। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে আরো ৭০৮ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ২২৬ জন। মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৭০৮ জন।
আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ৪১ জন, কালিয়াকৈরে ৯ জন, শ্রীপুরে ৮ জন এবং কাপাসিয়ায় ১ জন।”
”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৭ হাজার ৬৭৬ জন। এছাড়াও শ্রীপুরে ১ হাজার ২৪৮ জন, কালিয়াকৈরে ১ হাজার ১৯৭ জন, কালীগঞ্জে ৮৫৪ জন এবং কাপাসিয়ায় ৭৩৩ জন।”