ছায়াবীথি আবাসিক এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৫ কিশোর আটক
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের দক্ষিণ ছায়াবীথি আবাসিক এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর অপরাধী চক্রের ৫ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
আটক অপরাধী চক্রের সদস্যরা হলো, মহানগরের বাঙ্গালগাছ এলাকার ফরহাদ হোসেনের ছেলে শাকিল (১৬), দক্ষিণ ছায়াবিথী সোসাইটি এলাকার ভাড়াটিয়া হাসান আলির ছেলে ইমতিয়াজ আহমেদ (১৬), রথখোলা স্বপনের বাড়ির ভাড়াটিয়া সেলিমের ছেলে সাজ্জাদ রহমান সাব্বির (১৮), দক্ষিণ ছায়াবিথীর জাহাঙ্গীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া জাহাঙ্গীর আলমের ছেলে রাশেদুল আলম হৃদয় (১৬) এবং দক্ষিণ ছায়াবিথীর মানিক মাহবুবের ছেলে সাজেদুল করিম চৌধুরী( ১৫)।
জিএমপি’র গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ছায়াবীথি আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ কিশোর অপরাধী চক্রের ৫ সদস্যকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে রাউডি এবং সামুরাই (অপরাধীদের দেয়া নাম)। আটক অপরাধী চক্রের সদস্যেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।