গাজীপুর

গাজীপুরের পৃথক স্থানে কারখানা, মার্কেট ও বসতবাড়িতে অগ্নিকাণ্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পোশাক কারখানার সুতার গুদাম, দুইটি বসতবাড়ির ৩১ কক্ষ ও একটি মার্কেটে ৭টি দোকান পুড়ে গেছে।

রোববার রাতের বিভিন্ন সময় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, মহানগরের ভোগড়া এলাকায় রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে গরিব এন্ড গরিব পোশাক কারখানার ৬তলা ভবনের দ্বিতীয় তলায় তুলার গুদামে আগুনে লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি, টঙ্গী ফায়ার সার্ভিসের ২টি এবং শ্রীপুর ফায়ার সার্র্ভিসের ২টি মোট ৭টি ইউনিট প্রায় পৌণে ৩ ঘণ্টায় চেষ্টায় আগুন নেভায়। আগুনের ওই গুদামের থাকা সুতা পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অপরদিকে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় রাত ১২টার দিকে একটি মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টায় চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই মার্কেটের বিভিন্ন ধরণের ৭টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এছাড়াও শ্রীপুর উপজেলার শিশিরচালা এলাকায় রাত ৮টার দিকে রুকন উদ্দিন ও মো. জাহাঙ্গীরের মালিকানাধীন পাশাপাশি দুইটি বাসাবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্র্ভিসের ২টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, আগুনে রুকন উদ্দিনের টিনশেডের ২০ কক্ষ এবং মো. জাহাঙ্গীরের টিনশেড ১১টি কক্ষ পুড়ে গেছে। জলন্ত মোমবাতি থেকে আগুন সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button