কালীগঞ্জে হামাগুড়ি দিয়ে বিলের পানিতে নেমে এক শিশুর মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শিশু আফসানকে (২) উঠানে খেলতে বসিয়ে রান্না করছিলেন তার মা। ওই সময় হামাগুড়ি দিয়ে বাড়ির পাশে থাকা বিলের পানিতে নেমে ডুবে মৃত্যু হয় আফসানের।
বুধবার (৯ জুন) সকাল ৯টার দিকে কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের গোয়ালিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু আফসান ওই এলাকার আকরম হোসেনের ছেলে।
বক্তারপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য মাহমুদুর রশিদ টুটুল নিহতের স্বজনদের বরাদ দিয়ে বলেন, বুধবার সকাল নয়টার দিকে আকরামের স্ত্রী তার ছেলে শিশু আফসানকে অন্য বাচ্চাদের সঙ্গে উঠানে খেলতে বসিয়ে রান্না করছিল। ওই সময় আফসান হামাগুড়ি দিয়ে বাড়ির পাশে থাকা বিলের পানিতে নেমে ডুবে যায়। পরে সঙ্গে থাকা অন্য বাচ্চারা কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা আফসানকে পানি থেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কালীগঞ্জে বিষধর সাপের কামড়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু