কালীগঞ্জে অজ্ঞাত বাস চাপায় অটোরিকশা চালকের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে অজ্ঞাত বাস চাপায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ-টঙ্গী সড়কে তুমুলিয়া কাজীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জাকির হোসেন (৫০)। তিনি তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারীয়া খোলা এলাকার মৃত দেওয়ান আলীর ছেলে। জাকির হোসেন ব্যাটারি চালিত অটোরিকশার চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী সুজন মিয়া ও স্থানীয়রা বলেন, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে জাকির হোসেন অটোরিকশা চালিয়ে যাত্রীবীহীন পূবাইলের দিকে যাচ্ছিলেন। সে সময় কাজীবাড়ি এলাকায় নির্মাণাধীন কারখানার সামনে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা অজ্ঞাত একটি বাস তাকেসহ অটোরিকশায় চাপা দিয়ে পালিয়ে যায়। এতে জাকির হোসেন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইমরান খাঁন বলেন, ’সকাল সাড়ে আটটার সময় জাকির হোসেনকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’
কালীগঞ্জ থানার উপপরিদর্শক(এসআই) আব্দুল সালাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে থেকে লাশ উদ্ধার করা হয়। পরে নিহত জাকির হোসেনের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেই লাশ হস্তান্তর করা হয়েছে।’
আরো জানতে……..
কালীগঞ্জে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ‘অবৈধ নসিমন’ চাপায় স্বামীর মৃত্যু!
কালীগঞ্জে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় কলেজ ছাত্রের মৃত্যু