শ্রীপুরের ইউএনও তাসলিমা মোস্তারীকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তাসলিমা মোস্তারীকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে জামালপুরে পদায়ন করা হয়েছে।
সোমবার (৩১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব শাহীন আরা বেগম পিএএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাসলিমা মোস্তারীকে(১৬৮৯৪) অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে জামালপুরে পদায়নের আদেশ জারি করেছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য: (বিসিএস) ৩০ তম ব্যাচের এই কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) হিসেবে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শ্রীপুরে যোগদান করেন।
এর আগে ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ নুরুন্নবী স্বাক্ষরিত মাঠ প্রশাসন শাখার এক প্রজ্ঞাপনে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা মোস্তারীকে বদলিপূর্বক উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গাজীপুরের শ্রীপুরে পদায়ন করা হয়।
তাসলিমা মোস্তারী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২০১৯ সালের ৪ নভেম্বর মানিকগঞ্জের দৌলতপুরে যোগদান করেছিলেন।
তাঁর নিজ জেলা টাঙ্গাইল।
আরো জানতে……..
শ্রীপুরের নতুন ইউএনও তাসলিমা মোস্তারী