গাজীপুর

মোগরখাল এলাকা থেকে প্রায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরীর বাসন থানার মোগরখাল এলাকা থেকে ৯ হাজার ৬৬০ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

রোববার (৩০ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

গ্রেপ্তাররা হলো চট্টগ্রামের আব্দুল মান্নান মিয়া (২৯), কক্সবাজারের ইসমাঈল মিয়া (৩৮) ও হেলাল উদ্দিন (২৪) এবং নেত্রকোনার রিপন (২৮)। তার সকলেই মাদক ব্যবসায়ী।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১ জানায়, রোববার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাব-১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পরে জিএমপি’র বাসন থানার মোগরখাল মহিলা জেলখানার সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি মোগরখাল মহিলা জেলখানার সামনে জয়দেবপুর-শিববাড়ি সড়কের উত্তর পাশে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান মিয়া, ইসমাঈল মিয়া, হেলাল উদ্দিন এবং রিপনকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ৯ হাজার ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি ট্রাক, ৫ টি মোবাইল ফোন ও নগদ ৫৬ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয়।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button