গাজীপুর

বৈধ কাগজ না থাকায় কালীগঞ্জে তিন ট্রাক চালককে পাঁচ হাজার টাকা জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বৈধ কাগজপত্র না থাকায় কালীগঞ্জে মোটরযান অধ্যাদেশ আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জন ট্রাক চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৯ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়েছে। 

অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কে যাতায়াতকারী বিভিন্ন ধরণের যানবাহন ও চালকদের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়। এ সময় কালীগঞ্জ থেকে ঘোড়াশালগামী মালবাহী তিনটি ট্রাকের সঙ্গে বৈধ কোন কাগজপত্র না থাকায় পৃথক তিনটি মামলায় ওই তিন ট্রাক চালককে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে দুইজনকে ২ হাজার করে চার হাজার টাকা এবং একজনকে ১ হাজার টাকাসহ মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক বলেন, “জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে অভিযান পরিচলনা করে বৈধ কাগজপত্র না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ’বাংলাদেশ মোটরযান অধ্যাদেশ ১৯৮৩’ অনুযায়ী তিনজন ট্রাক চালককে পৃথক তিনটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button