শোক সংবাদ: মাজেদুল ইসলাম সেলিমের পিতার ইন্তেকাল
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গাজীপুর-৫ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকীর এপিএস মাজেদুল ইসলাম সেলিমের পিতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোসলেহ উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সকাল ১১টায় ঢাকার অ্যাপোলো হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, ছেলের বউ, ২ মেয়ে, মেয়ের জামাই, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকিসহ জেলা-উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
শুক্রবার বাদ মাগরিব মরহুমের জানাজা শেষে তাঁর মরদেহ কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।