গাজীপুর
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরের শ্রীফলতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ মে) দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম সিরাজগঞ্জ সদর থানা এলাকার আলিম উদ্দিনের ছেলে।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জুবায়ের হোসেন বলেন, সকালে মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন জাহাঙ্গীর আলম। একপর্যায়ে দুপুরে তিনি কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় এসে পৌঁছান। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি গাড়ি তাকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন জাহাঙ্গীর আলম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।