দখলদার ইসরাইলের যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরাইলের একটি যুদ্ধজাহাজে সোমবার হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা।
ফিলিস্তিনের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেডের সেনারা সাগরে ইসরাইলি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে গাজা থেকে আল-আলম টিভি চ্যানেল জানিয়েছে। তবে এ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।
এছাড়া, ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেড আজ ইহুদি উপশহর ‘হার্টসলিয়া’-তে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এর আগে হামাসের যোদ্ধারা ইসরাইলের আশকেলান উপকূলে তেল ও গ্যাস উত্তোলন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এদিকে, ইসরাইলের টিভি চ্যানেল ‘নাইন’ জানিয়েছে, হামাসের কাছে চালক বিহীন সাবমেরিন রয়েছে এবং এসব সাবমেরিন ড্রোন ব্যবহার করে ভূমধ্যসাগরে ইসরাইলি তেল ও গ্যাস উত্তোলন কেন্দ্রে হামলার আশঙ্কা রয়েছে।
ইসরাইলি সূত্রগুলো বলছে, হামাসের কাছে যেসব সাবমেরিন ড্রোন রয়েছে সেগুলো ৫০ কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে।