আলোচিতবদলি-প্রদায়ন

ডিবির উত্তর বিভাগের যুগ্ম কমিশনার হলেন হারুন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সম্প্রতি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া ডিএমপি’র তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদকে গোয়েন্দা (ডিবি) বিভাগে পদায়ন করা হয়েছে।

তিনি ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর বিভাগের যুগ্ম-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

ডিবি উত্তর বিভাগে তার দায়িত্বাধীন এলাকার মধ্যে রয়েছে ডিবি তেজগাঁও, গুলশান, মিরপুর ও উত্তরা বিভাগ এলাকা। একইসঙ্গে তিনি ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের দায়িত্বে থাকবেন।

গত ২ মে ঢাকা তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে দায়িত্বরত মোহাম্মদ হারুন অর রশীদকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button