জাতীয়

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানীর বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ ও সম্পদহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) বনানীর এফ আর টাওয়ারে ওই দুর্ঘটনা ঘটে।

বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার চির শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী আহতদের আশু আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন।’

প্রেস সচিব আরও বলেন, ‘বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের খবর শুনে প্রধানমন্ত্রী আগুন নিয়ন্ত্রণে আনা এবং উদ্ধার অভিযান পরিচালনার জন্য ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে কাজ করতে সশস্ত্র বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাসমূহের প্রতি আহ্বান জানান।’ প্রধানমন্ত্রী উদ্ধার অভিযান ও আহতদের সু-চিকিৎসার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি।

বিরোধী দলীয় নেতার শোক:

অগ্নিকাণ্ডে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় এরশাদের ডেপুটি প্রেস সেক্রটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক শোকবার্তায় এই তথ্য জানানো হয়। অগ্নিদ্বগ্ধদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ায় দাবি জানিয়েছেন এরশাদ। এছাড়াও বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বলেও শোকবার্তায় জানানো হয়েছে।

শোক জানিয়েছেন ড. কামাল হোসেন:

বনানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘বহুতল ভবনে অগ্নি দুর্ঘটনা মোকাবিলার প্রয়োজনীয় ব্যবস্থা ও প্রস্তুতি না থাকা এবং ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় সারঞ্জাম না থাকায় ভবনগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।’ বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে দলটির প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button