ভবানীপুরে মাইক্রোবাসের ধাক্কায় র্যাবের এক সদস্যসহ দুইজনের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় র্যাবের এক সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও চারজন আহত হয়েছেন।
সত্যতা নিশ্চিত করেন র্যাব-৪ এর অপারেশন অফিসার মো. জিয়াউর রহমান।
নিহতারা হলেন র্যাব-৪ এর সার্জেন্ট মো. খায়রুল ইসলাম (৪০) এবং অটোচালক লিটন মিয়া ।
আহতরা হলেন র্যাব-৪ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরীফুল ইসলাম (৪২), সৈনিক মো. আতিক (২৫), কর্পোরাল প্রদীপ কুমার (৪০) ও মেকানিক রিফাত (২০)।
র্যাব-৪ এর অপারেশন অফিসার মো. জিয়াউর রহমান বলেন, শ্রীপুরে যাওয়ার পথে র্যাব-৪ এর একটি গাড়ি ভবানীপুর এলাকায় পৌঁছালে বিকল হয়ে পড়ে। পরে গাড়িটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে স্থানীয় মেকানিক রিফাতকে দিয়ে মেরামত করানো হচ্ছিল। এ সময় স্থানীয় এক অটোরিকশা চালক পাশেই দাঁড়িয়ে মেরামত কাজ দেখছিলেন। সে সময় একটি দ্রুত গতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে র্যাবের গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোচালক লিটন ঘটনাস্থলে নিহত এবং র্যাবের তিন সদস্যসহ চারজন আহত হন।
“পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাওনা চৌরাস্তার আল হেরা মেডিকেল সেন্টারে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা খায়রুলকে মৃত ঘোষণা করেন।”
মাওনা আল হেরা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা: হুমায়ুন কবির খান জানান, চার র্যাব সদস্যকে আহত ও এক র্যাব সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে বলা হয়।