গাজীপুর

গাজীপুরে আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৭ জন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৪৭ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১৯৪ জন। আর করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬২৯ জন।

বৃহস্পতিবার (৬ মে) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ২৭৪ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৫.৮২ শতাংশ।

সিভিল সার্জন অফিস জানায়, এ পর্যন্ত গাজীপুরে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৭ হাজার ২৮১ জনের। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১০ হাজার ৬২৯ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ১৯৪ জন। মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৩২ জন।

আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ২৮ জন, শ্রীপুরে ১১ জন, কালীগঞ্জে ৫ জন এবং কালিয়াকৈরে ৩ জন।”

”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৬ হাজার ৯৯৫ জন। এছাড়াও কালিয়াকৈরে ১১০০ জন, শ্রীপুরে ১ হাজার ৫৫ জন, কালীগঞ্জে ৮০১ জন এবং কাপাসিয়ায় ৬৭৮ জন।”

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button