কালীগঞ্জে ট্রাক চাপায় জুতার কারিগরের মৃত্যু, তড়িঘড়ি করে লাশ হস্তান্তর!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ট্রাক চাপায় নিরঞ্জন রবি দাশ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে তড়িঘড়ি করে বিনা ময়নাতদন্তেই লাশ হস্তান্তর করেছে পুলিশ।
বুধবার (৫ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে কালীগঞ্জ-জামালপুর সড়কের দেওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।
নিহত নিরঞ্জন রবি দাশ পূবাইলের সাপমারা এলাকার মৃত গণেশ রবি দাশের ছেলে। তিনি জুতা সেলাইর (মুচি) কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিরঞ্জন রবি দাশ তার পরিবারের সদস্যদের নিয়ে জামালপুর এলাকায় বেড়াতে যায়। বিকেলে বাড়ি ফেরার পথে পরিবারের সদস্যদের নিয়ে দেওপাড়া এলাকায় এসে সড়কে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। সে সময় কালীগঞ্জগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিরঞ্জনকে মৃত ঘোষণা করেন। চালকসহ ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ দাশ বলেন, “সন্ধ্যা ৬ টার দিকে নিরঞ্জন রবি দাশকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছেন।”
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, “বিকেল সাড়ে পাঁচটার দিকে দেওপাড়া এলাকায় নিরঞ্জন রবি দাশকে একটি ট্রাক চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিরঞ্জনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
তিনি আরো বলেন,” ট্রাকটি আটক করা হয়েছে। ঘাতক ট্রাকের মালিক বালীগাঁও এলাকার আরিফ বলে জানা গেছে।”