খুলনায় দু’পক্ষের ‘গোলাগুলিতে’ মাদক ব্যবসায়ী নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : খুলনার বটিয়াঘাটা উপজেলার খেজুরতলা গ্রামে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘গোলাগুলিতে’ আসাদুজ্জামান মিটুল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বটিয়াঘাটা থানা পুলিশের ওসি রবিউল কবির জানান, রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, খেজুরতলা গ্রামে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ৪/৫ জন মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে আসাদুজ্জামানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি, বিস্ফোরিত ককটেলের কিছু আলামত উদ্ধার করা হয়েছে। নিহত আসাদুজ্জামান লবণচরা থানার সাচিবুনিয়া এলাকার হাসান লালন ফকিরের ছেলে। তার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য আইনে পাঁচটি মামলা রয়েছে।