বৃহস্পতিবারের রাশিফল, তারিখ: ২৮/৩/১৯
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
ব্যবসায়ীদের জন্য দিনটি লাভদায়ী। চাকুরীজীবীরাও পরিশ্রমের সুফল পাবেন। কর্মদক্ষতা ঊর্ধ্বতন খুশি।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
দিনটি ব্যবসার ক্ষেত্রে শুভ। পুরনো বন্ধুদের সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। নতুন প্রকল্পের পরিকল্পনা। পছন্দের জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন।
মিথুন: (২২মে – ২১ জুন)
আধ্যাত্মিক কাজকর্মে মনোনিবেশ। ধর্মে অর্থ ব্যয়। আইনি বিষয়গুলিতে সমস্যা আসতে পারে। প্রেমযোগ মিশ্র।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
ধর্মীয় স্থানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। শারীরিক ও মানসিকভাবে আজ আনন্দিত বোধ করবেন। আত্মবিশ্বাস ও উদ্দীপনা চূড়ান্ত বাড়িয়ে দেবে।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কথা বলার সময় খেয়াল রাখুন। নক্ষত্রদের অবস্থান আজ অনুকূলে নয়। সামান্য কারনে পরিবারের সদস্যরা বিতর্ক শুরু করে দিতে পারেন।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
ধর্মীয়স্থান দর্শনে যেতে পারেন। জীবনের প্রতিটি ক্ষেত্র আজ উজ্জ্বল ও আনন্দ মুখর হবে। পারিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
অস্থিরতা, আলস্য ও ভোগাতে পারে। হাতে নেওয়া কাজগুলি সময়ে শেষ করা কঠিন হয়ে উঠবে। নিষ্ক্রিয় বোধ করবেন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
রাগ নিয়ন্ত্রণে রাখতে পারলে লাভবান হবেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোযোগহীন হয়ে পড়তে পারেন। প্রেম শুভ।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
অংশীদার ও সহকর্মীদের থেকে সাহায্য পাবেন। ঊর্ধ্বতনরা কাজের প্রশংসা করবেন। প্রিয়জনদের সঙ্গে আনন্দ মুখর দিন।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
সহকর্মীদের থেকে পাওয়া জনপ্রিয়তা আরও উদ্দীপিত করবে। মানসিক অবস্থা আজ ভালো থাকবে। প্রেমে ভ্রমণের যোগ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
হতাশ বোধ করতে পারেন। অফিসে ঊর্ধ্বতনদের থেকে চাপ আসবে। কাজে আশানুরূপ ফল পাওয়া কঠিন হবে।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কারো বিষয়ে বিশেষ উৎসাহ বোধ করবেন। মানসিক যন্ত্রণা অথবা ছোটখাটো শারীরিক সমস্যায় ভুগতে পারেন। মন ভারাক্রান্ত।