গাজীপুরে ২৪ ঘণ্টায় ‘সর্বনিম্ন’ ২১ জনের নমুনা পরীক্ষা, ১৬ জন শনাক্ত!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে গত ২৪ ঘণ্টায় এ যাবৎকালের সর্বনিম্ন ২১ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৪৮ জন।
রোববার (২ মে) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় (শনিবাল সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ২১ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১.৩১ শতাংশ।
সিভিল সার্জন অফিস জানায়, এ পর্যন্ত গাজীপুরে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৬ হাজার ১১৪ জনের। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১০ হাজার ৪৪৮ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ১৮৮ জন। মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৫২১ জন।
আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ১৪ জন এবং কালীগঞ্জে ১ জন।”
”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৬ হাজার ৮৬৫ জন। এছাড়াও কালিয়াকৈরে ১ হাজার ৮১ জন, শ্রীপুরে ১ হাজার ৩৭ জন, কালীগঞ্জে ৭৯২ জন এবং কাপাসিয়ায় ৬৭৩ জন।”
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শনিবার ৩০৮ জনের নমুনা পরীক্ষায় করা হয়েছিল। এর মধ্যে শনিবার করোনা শনাক্ত হয়েছিল ২৭ জন। আর মৃত্যু হয়েছিল ১ জনের।