আলোচিতসারাদেশ

কঠোর বিধিনিষেধ বাড়ছে আরও এক সপ্তাহ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহের জন্য বাড়াতে যাচ্ছে সরকার। ফলে বর্তমানে গণপরিবহন বন্ধসহ সরকারের আরও যেসব বিধিনিষেধ আরোপ রয়েছে, সেগুলো বহাল থাকবে আরও এক সপ্তাহের জন্য।

সোমবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ এখনো কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যে পরিস্থিতি তাতে এখনই বিধিনিষেধ তুলে নেওয়া সম্ভব না। বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই সরকার আরও এক সপ্তাহের জন্য চলমান বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button