আলোচিত

করোনা প্রতিরোধে ভারতের পাশে থাকবে চীন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনা মহামারি প্রতিরোধে ভারতের পাশে থাকবে বলে জানিয়েছে চীন।

শনিবার (২৪ এপ্রিল) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এ তথ্য জানিয়েছেন।

ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান ফেসবুকে এক বার্তায় বলেন, করোনা প্রতিরোধে চীনা সরকার ভারতের সরকার ও জনগণের পাশে থাকবে।

ভারতের প্রয়োজন অনুযায়ী চীন সহায়তা দিতে প্রস্তুত। চীনের পক্ষ থেকে এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য ভারতে করোনার প্রকোপ প্রবল বেড়েছে। ইতোমধ্যে দেশটিতে করোনায় মারা গেছেন প্রায় ১ লাখ ৯০ হাজার জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৬ লাখেরও বেশি। প্রতিদিন সেখানে ৩ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button