গাজীপুর

গাজীপুরে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৬৮ জন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় গাজীপুরে করোনায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৮ জন।

শনিবার (২৪ এপ্রিল) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ২৮৮ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৪.২৩ শতাংশ। এ সময়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস জানায়, এ পর্যন্ত গাজীপুরে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৩ হাজার ৫০২ জনের। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৯ হাজার ৯১৯ জনের। তাঁদের মধ্যে মারা গেছেন ১৭৬ জন। মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ১০৯ জন।

আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ৫৮ জন, কাপাসিয়ায় ৬ জন এবং কালীগঞ্জে ৪ জন।”

”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৬ হাজার ৫১১ জন। এছাড়াও কালিয়াকৈরে ১ হাজার ২৬ জন, শ্রীপুরে ৯৫৯ জন, কালীগঞ্জে ৭৬৯ জন এবং কাপাসিয়ায় ৬৫৪ জন।”

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শুক্রবার করোনা ১২৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button