গাজীপুর

কালীগঞ্জে হত্যার ভয় দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, সাবেক ছাত্র নেতার বিরুদ্ধে মামলা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ৯ম শ্রেণির এক ছাত্রীকে (১৪) হত্যার পর লাশ গুমের ভয় দেখিয়ে দীর্ঘদিন যাবৎ ধর্ষণের অভিযোগে ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

”ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।”

অপরদিকে ”অর্থের অভাবে আইনজীবী নিয়োগ করতে না পারায় ওই ছাত্রীকে নিজেদের জিম্মায় নিতে পারেনি পরিবার। পরে তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।”

ওই ছাত্রীর মা বাদী হয়ে এজাহার দায়ের করলে বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে মামলা নথিভুক্ত করে করে পুলিশ।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী।

অভিযুক্ত সাবেক ছাত্রনেতা জাঙ্গালিয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও এলাকার নুরুল ওহাবের ছেলে নুরুল হাসান (৩৪)। সে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলো। সে জাতীয় মহিলা সংস্থায় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারী বলে জানা গেছে।

ধর্ষণের শিকার তরুণী জাঙ্গালিয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও এলাকার এক দিনমজুরের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। ধর্ষক সম্পর্কে তার প্রতিবেশী চাচাতো ভাই।

স্থানীয়রা বলেন, ”অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান স্থানীয় একটি প্রভাবশালী (রাজনৈতিক) পরিবারের সদস্য। সেই প্রভাবেই সে ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটি ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিয়েছিলো। সে জাতীয় মহিলা সংস্থায় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারী হিসেবে চাকরি করে।”

মামলার এজাহার সূত্রে জানা যায়, “ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীতে পড়ে। অভিযুক্ত নুরুল হাসান বিভিন্ন ধরণের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে প্রায় দেড় বছর পূর্বে প্রথম ওই ছাত্রীকে জোড়পূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে পরিবারসহ তাকে হত্যা করে লাশ গুম ফেলবে বলে হুমকি দেয়। এরপর থেকে প্রায় দেড় বছর যাবৎ হত্যার ভয় দেখিয়ে তাকে একাধিকবারণ ধর্ষণ করেছে। গত ১৫ এপ্রিল অনুমানিক রাত সাড়ে আটটার দিকে ওই তরুণীর ঘরে প্রবেশ করে পূণরায় জোড়াপূর্বক ধর্ষনের চেষ্টা করে নুরুল হাসান। সে সময় তরুণীর চিৎকারে তার স্বজনরা এগিয়ে আসলে অভিযুক্ত নুরুল হাসান পালিয়ে যায়।”

ধর্ষণের শিকার ছাত্রীর চাচা বলেন, ”ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে বুধবার রাতে থানায় অভিযোগ দায়ের করে। পরে বৃহস্পতিবার রাতে মামলা রেকর্ড করে পুলিশ। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়। অর্থের অভাবে আইনজীবী নিয়োগ করতে না পারায় ভিকটিমকে আমাদের জিম্মায় আনতে পারিনি। পরে তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।”

অভিযুক্ত সাবেক ছাত্রনেতা নুরুল হাসানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী বলেন, ”ধর্ষণের শিকার ওই তরুণীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছে {মামলা নাম্বার ১৫(৪)২১}। ওই তরুণীকে আদালত থেকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

 

আরো জানতে……

কালীগঞ্জে হত্যার ভয় দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, অভিযোগ সাবেক ছাত্র নেতার বিরুদ্ধে

কালীগঞ্জে ৯৩ দিনে ধর্ষণের শিকার ৩ ছাত্রীসহ ৫ জন, আরও ৩ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা!

কালীগঞ্জে ‘বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার’ অষ্টম শ্রেণির ছাত্রী: ধর্ষক গ্রেপ্তার

কালীগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে এবার তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

কালীগঞ্জে এবার সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ‘মুদি দোকানে আটকে রেখে ধর্ষণ’: ধর্ষক গ্রেপ্তার

কালীগঞ্জে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: লম্পট চাচা গ্রেপ্তার

কালীগঞ্জে চটপটির দোকানে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ: আদালতে দায় স্বীকার করলো ধর্ষক

কালীগঞ্জে চাচিকে ধর্ষণ: ১৬ দিনেও গ্রেপ্তার হয়নি সফিকুল, শঙ্কায় ভুক্তভোগীর পরিবার!

কালীগঞ্জে চাচিকে ধর্ষণ করল ভাসুরের ছেলে, থানায় মামলা

কালীগঞ্জে জমি কেনার টাকা নিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্ত ফারুক পলাতক

কালীগঞ্জে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে ‘ধর্ষণের চেষ্টা’, ট্রাক ড্রাইভার আটক

কালীগঞ্জে প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণ, লম্পট সোহেল গ্রেপ্তার

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button