গাজীপুর

গাজীপুরে আরও ১১৪ জনের করোনা শনাক্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত চব্বিশ ঘণ্টায় গাজীপুরে আরও ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে আরো ১ জনের।

এ পর্যন্ত গাজীপুরে মোট শনাক্তের সংখ্যা ৯ হাজার ৬৪৬ জন এবং মোট মৃত্যু হয়েছে ১৬৯ জনের।

বুধবার (২১ এপ্রিল) গাজীপুরের সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, ‘’গত ২৪ ঘণ্টায় গাজীপুরের ৩৮০ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ১১৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সর্বাধিক সদরে (মহানগর) ৫০ জন, শ্রীপুরে ২৭ জন, কালিয়াকৈরে ১৫ জন, কালীগঞ্জে ১৩ জন এবং কাপাসিয়ায় ৯ জন রয়েছে। এ সময় করোনায় মৃত্যু হয়েছে আরো ১ জনের।”

আরো জানানো হয়েছে, ‘’এ পর্যন্ত গাজীপুরের ৭২ হাজার ৩১৩ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ৯ হাজার ৬৪৬ জন এবং সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭ হাজার ৯৩৯ জন।”

”কোভিড-১৯ শনাক্ত হয়ে এবং মৃত্যুর পর পরীক্ষায় শনাক্ত হয়েছে মোট ১৬৮ জনের।”

‘’সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৬ হাজার ৩২৬ জন। এছাড়াও কালিয়াকৈরে ৯৯৬, শ্রীপুরে ৯৩৩ জন, কালীগঞ্জে ৭৫৪ জন এবং কাপাসিয়ায় ৬৩৭ জন।”

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button