গাজীপুর

গাজীপুরে নতুন আরও ৬৮ জনসহ মোট শনাক্ত ৯৩৯৯ জন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় গাজীপুরে আরও ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে আরো ১জনের।

এ পর্যন্ত গাজীপুরে মোট শনাক্তের সংখ্যা ৯ হাজার ৩৯৯ জন এবং মোট মৃত্যু হয়েছে ১৬৬ জনের।

সোমবার (১৯ এপ্রিল) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এসব তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, ‘’গত ২৪ ঘণ্টায় গাজীপুরের ৩৩৮ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৬৮ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সর্বাধিক সদরে (মহানগর) ৪৫ জন, কালিয়াকৈরে ১৫ জন, শ্রীপুরে ৭ জন এবং কালীগঞ্জে ১ জন রয়েছে। এ সময় করোনায় মৃত্যু হয়েছে আরো ১ জনের।”

তিনি আরো বলেন, ‘’এ পর্যন্ত গাজীপুরের ৭১ হাজার ৩৫০ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৯৯ জন এবং সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭ হাজার ৮২৯ জন।”

”কোভিড-১৯ শনাক্ত হয়ে এবং মৃত্যুর পর পরীক্ষায় শনাক্ত হয়েছে মোট ১৬৬ জনের।”

‘’সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৬ হাজার ১৯৪ জন। এছাড়াও কালিয়াকৈরে ৯৪৫, শ্রীপুরে ৮৯৭ জন, কালীগঞ্জে ৭৪০ জন এবং কাপাসিয়ায় ৬২৩ জন।”

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button