গাজীপুর

টঙ্গীতে স্বাধীনতার চেতনা ও শিক্ষা ব্যবস্থা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

গাজীপুর কণ্ঠ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টঙ্গী আল-হেলাল একাডেমিতে স্বাধীনতার চেতনা ও আমাদের শিক্ষা ব্যবস্থা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একাডেমির ছাত্র-ছাত্রীদের কোরআন তেলোওয়াত ও দেশের গান দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। আল-হেলাল একাডেমির প্রিন্সিপ্যাল গোলাম মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটির ৫৪নং ওয়ার্ডের কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, বিশেষ অতিথি ছিলেন যুগান্তরের প্রতিনিধি ও পূবাইল প্রেস ক্লাবের সভাপতি মো. আখতার হোসেন, টঙ্গী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সাংবাদিক ইউনিউয়নের সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, আল-হেলাল একাডেমির নির্বাহী পরিচালক এম আবদুল্লাহ, অ্যাডভোকেট সানাউল্লাহ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত স্বাধীনতার চেতনা ও সুফল ভোগ করতে হলে সোনার বাংলা গড়ার পাশাপাশি বিভিন্ন সময় রাজনৈতিক বিষাক্ত ছোবলে আক্রান্ত শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করতে হবে। ধর্মীয়, নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button