গাছায় ছুরিকাঘাতে এক কিশোর খুন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মহানগরের গাছা এলাকাল কুনিয়ায় ছুরিকাঘাতে শাকিল (১৭) নামে এক কিশোর খুন হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) রাতে এ ঘটনাটি ঘটেছে।
নিহত শাকিল ময়মনসিংহের গৌরীপুর থানার দিপপুর এলাকার এজাজুল হকের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, কুনিয়া তারগাছ এলাকায় পরিবারের সঙ্গে বাসা ভাড়া থাকতো শাকিল। সে স্থানীয় একটি স্কুলের ১০ শ্রেণির ছাত্র বলে জানা গেছে। সোমবার রাতে তাদের দুই পক্ষের মধ্যে ঝগড়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে শাকিলকে প্রতিপক্ষ কিশোররা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে শাকিল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শাকিল মারা যায়। খবর পেয়ে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।