বৃষের সাফল্যে নিকটাত্মীয় ঈর্ষান্বিত, মীনের জীবিকা লাভদায়ক
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আপনি মানসিক ও শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন।
বৃষ : খরচ বাড়বে কিন্তু আয়ের উত্থান আপনার বিলগুলোর তত্ত্বাবধান করবে। আপনার সাফল্য দেখে কোনো নিকটাত্মীয় ঈর্ষান্বিত হতে পারেন।
মিথুন : তবে ঘুরে বেড়ানো এই সপ্তাহে আপাতত হবে না। খাওয়া-দাওয়া একটু বুঝে করলেই ভালো।
কর্কট : একেবারে হাতে আসার আগে তা বিলম্বিত হয়ে যাবে। তবে একেবারে হতাশ হবেন না।
সিংহ : নিজের মনের শান্তির জন্য যা যা প্রয়োজনীয়, তাই-ই করুন। টাকা-পয়সা লাভ আপনার প্রত্যাশামাফিক হবে না।
কন্যা : আপনি যদি সংগীতশিল্পী হন তাহলে দিনটা আপনারই। কন্যা রাশির জাতক-জাতিকারা প্রেমের ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন।
তুলা : আত্মীয়দের সঙ্গে কাটানো সময় আপনার উপকারে আসবে।
বৃশ্চিক : আপনার পরিকল্পনায় আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে সমস্যা হবে।
ধনু : জীবিকার ক্ষেত্রে আপনার জন্য লাভদায়ক। আপনি নিজের ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে আপনি প্রচুর লাভ করবেন।
মকর : প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায়, কিন্তু আপনার ইন্দ্রিয় আজ থেকে গোটা সপ্তাহ ধরে ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে।
কুম্ভ : গোঁয়ার্তুমির মনোভাব, বিশেষত বন্ধু পরিমন্ডলে এড়িয়ে চলা উচিত।
মীন : জীবিকার ক্ষেত্রে আপনার জন্য লাভদায়ক। নিজের ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে আপনি প্রচুর লাভ করবেন।