মেষে পারিবারিক শত্রুতা বাড়বে
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
পারিবারিক শত্রুতা বাড়তে পারে। অপর ব্যক্তির দ্বারা বিবাদ শুরুর হতে পারে। প্রেমের সাফল্য আসতে পারে। ব্যবসায় উচ্চাশা।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
যারা গান বাজনা নিয়ে থাকেন তাদের সময় ভাল। আমদানি-রপ্তানিতে ব্যবসায়ে লাভ বাড়তে পারে। প্রেম সুখের।
মিথুন: (২২মে – ২১ জুন)
কর্মে চাপ বৃদ্ধি। পরিবারের কোনো মানুষের কাছে বাজে ব্যবহার পেতে পারেন। প্রেমযোগ শুভ।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
সন্তানের কোনো ভাল কাজের জন্য সুনাম বৃদ্ধি। ব্যবসায় সাফল্য। কোনো শত্রু মিত্রতার হাত বাড়াতে পারে।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আয়ের ব্যাপারে চেষ্টা চালিয়ে যেতে হবে। চাকুরীর স্থানে উন্নতির যোগ। নেশায় আসক্তি বৃদ্ধির। প্রেম যোগ মিশ্র।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
সমস্যা জটিল আকার নিতে পারে। সন্তানের ভুল কাজের জন্য মানসিক যন্ত্রণা। প্রেমযোগ মিশ্র।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ব্যবসায় আয় বাড়তে পারে। প্রেম নিয়ে মনে চঞ্চলতা। সংসারে অতিথির আগমন। প্রেম নিয়ে সমস্যা।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
ব্যবসায়ে অর্থের আগমন। দাম্পত্যে শুভ সম্পর্ক। শিক্ষায় পরিবর্তন দেখা দেবে। সংসারে বাড়তি ব্যয়।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
সামাজিক সম্মান বৃদ্ধি। ব্যবসায় চাপ আসতে পারে। নতুন বন্ধু হতে পারে। আইনি কাজে ব্যয় বৃদ্ধি।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
প্রেমে মনকষ্ট। ভোগবিলাসে ব্যয়। ব্যবসায় উন্নতি। পিতার সম্পত্তি নিয়ে সমস্যা। প্রেম শুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কোনো কাজে আজ সংশয় বাড়তে পারে। বিশ্বাস করে আঘাত আসতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কোনো কাজের জন্য ব্যাকুলতা বাড়তে পারে। প্রেমে বিবাদ। ব্যবসায় শুভ। বিবাহ ব্যাপারে আলোচনা।